ফুলপুর-শেরপুর মহাসড়কে মাইক্রোবাস দুর্ঘটনায় ৮ জন নিহত, আহত ৬

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৮ ২০২০, ১২:২১

ইলিয়াস সারোয়ার:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাশাটি (পশ্চিম পাড়া) প্রাইমারী স্কুল সংলগ্ন স্থানে অানুমানিক ৭ টার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের খাদে পড়ার ঘটনা ঘটে।

মাইক্রোবাসটি ময়মনসিংহ থেকে আত্মীয়ের মৃত্যু সংবাদে স্বজনরা নালিতাবাড়ীতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে যায়।

এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন এবং এতে এখন পর্যন্ত অন্তত ৮ জনের লাশ উদ্ধার করেছে ফুলপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১ জন শিশু বলে জানা গেছে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- রেজিয়া খাতুন (৭০), পারুল (৪৫), বেগম (৩০) ও রিপা (২৫)। নিহত সকলেই একই পরিবারের বলে জানা গেছে ।

মাইক্রোবাসে থাকা আহত রতন জানান, চালকসহ তারা ১৫ জন ছিলেন।

জানা যায়, গফরগাঁওয়ের যশরা ইউনিয়নের আঠারদানা গ্রামের কয়েকজন ও ভালুকার কয়েকজন মাইক্রোবাসে করে নালিতাবাড়ী যাওয়ার পথে শেরপুর হাইওয়ে রোডে এক পিকাপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ৮ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ৪ জন এখনও জীবিত আছে। লাশ উদ্ধারের কাজ চলছে।

ঘটনাস্থল পরিদর্শনে যান ফুলপুর উপজেলার নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ওসি ইমারত হোসেন গাজী, ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।