ফারদিনের মৃত্যু: আন্দোলন থেকে ‘সরে দাঁড়াল’ বুয়েট শিক্ষার্থীরা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৭ ২০২২, ২৩:১৮

বুয়েটের শিক্ষার্থী ফারদিনের মৃত্যু নিয়ে র‍্যাব ও ডিবি পুলিশ যে তথ্য প্রমান দেখিয়েছে তা নিয়ে আর কোন প্রশ্ন নেই বলে জানিয়েছে ফারদিনের সহপাঠী বুয়েটের শিক্ষার্থীরা।

আজ শনিবার বিকেলে ৫ টায় বুয়েটের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বুয়েটের শিক্ষার্থীরা।

এসময়, ফারদিনের মৃত্যুর ঘটনায় তারা আর কোনো কর্মসুচিও দেবেন না বলে জানিয়েছে।

এক প্রশ্নের জবাবে বুয়েট শিক্ষার্থীরা জানান, ফারদিনের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা সেই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চান না। তবে র‌্যাব ও ডিবির তথ্য প্রমাণে তারা সন্তুষ্ট। এই নিয়ে তারা আর কোনো প্রশ্ন তুলবে না।

তারা আরও জানান, ফারদিনের বাবা যদি আগামীতে কোনো আইনানুগ পদক্ষেপ নেন বা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে ফারদিনের মৃত্যুর ঘটনায় আর কোনো বেরিয়ে আসে তখন তারা আবার নতুন করে কর্মসূচিতে দেওয়া হতে পারে।