ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১০ ২০২০, ১৮:১৭

ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধার মৃত্যু। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

গত (২৩ জুন) ফরিদপুর করোনা ল্যাব থেকে টেস্ট রিপোর্টে তাঁর দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন তিঁনি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা স্থানান্তর করা হয়েছিলো বলো জানা যায়।

দীর্ঘ ১৭ দিন করোনার সাথে যুদ্ধ করে অবশেষে পরাজিত হয়ে না ফেরার দেশে পারি জমালেন বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা।

আজ শুক্রবার সকালে ১১টা ৪৫মিনিটে ঢাকার গ্যাসট্রোলিভার হাসপিতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি।

লোকামান হোসেন মৃধার মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ চুন্নু শেখ। এসময় তিনি জানান, গত ২৩ জুন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধার করোনা পজেটিভ আসে। একদিন বাসায় চিকিৎসা গ্রহনের পরে শ্বাসকষ্ট দেখা দিলে চেয়ারম্যান লোকমান হোসেন মৃধাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসা নেবার পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত২৬ জুন ঢাকার গ্যাসট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এলাকার বিভিন্ন স্তরের জনগন।