ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৪ ২০২০, ২০:৪৫

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় নদীর পানি চলাচল বন্ধ হওয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন এলাকাবাসী।

আজ সোমবার (৪ মে) সকালে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বগাইল নামক স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ করেছেন তুজারপুর গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের লোকজন।

এলাকাবাসীদের অভিযোগ,
অপরিকল্পিত ব্যবস্থাপনায় কুমার নদের পানির চলাচল বন্ধ করে ও বগাইল ব্রিজের নিচে বাঁধ দিয়েই চলছে মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ।

যার ফলে, আশপাশের কয়েকটি নদীর বিলের সাথে কুমার নদের সংযোগ ও পানি চলাচল বন্ধ হয়ে গেছে।

তারা আরও বলেন, অত্র এলাকা সহ আশ পাশের কয়েকটি বিল, চতল বিল, কুমার ডাঙ্গা বিল, ডুবা ডাঙ্গা বিল, বাকপুরা বিল ও হাসাম দিয়া বিলের মধ্যে ঘন বৃষ্টিতে জমে থাকা পানি কোথাও বের হতে না পারায় প্রায় ৪০ হাজার একর, ধানের জমি ও মৎস্য খামার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে । এতে চরম ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে কৃষি জমির মালিক ও তাদের পরিবারের সদস্যরা।

স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের ধারণা, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা না হলে চরম খাদ্য সঙ্কটে ও অর্থনৈতিক দিক থেকে ক্ষতি গ্রস্থ হয়ে পড়তে পারে ওই অঞ্চলের শত শত পরিবার ।

উক্ত সমস্যা সমাধানের দাবী জানিয়ে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।