ফরিদপুরের ভাঙ্গায় ব্রিজ স্থাপনের দাবীতে মানববন্ধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৭ ২০২১, ১৯:৫৯

ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ৫০নং নলিয়া-বালিয়া মৌজার বালিয়া-চরবালিয়া গ্রামের শত শত ক্ষতিগ্রস্ত পরিবার পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প ব্রীজ নির্মাণের দাবীতে মানব-বন্ধন করেছেন।

(৭মার্চ) সকাল ১০টায় স্থানীয় বালিয়া গ্রামের মো. আবু বকর মিয়ার নেত্বত্বে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নলিয়া-বালিয়া মৌজার চেইনেজ-৮৫-৫৩০ এ বীজ/অান্ডারপাসের দাবীতে মানব-বন্ধন করেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন-ব্রিজ/অান্ডারপাস না হলে মৌজার দুই পাশে উচু থাকার কারনে নিচু জায়গা দিয়ে বর্ষা মৌসুমে ধান,পাটসহ অন্যান্য ফসল অানা নেওয়া বন্ধ হয়ে যাবে। জনসাধারণ বর্ষার মৌসুমে নৌকা যোগে যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে ফলে চরম ভোগান্তেতে পড়বে জনগন। এতে জনসাধরনের ব্যাপক অার্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে বক্তারা জানান, তাই পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কর্মকর্তাদের প্রতি অাহ্বান অবিলম্বে ৪২১নং দাগে চেইনেজ ৮৫-৫৩০ এর স্থানে একটি ব্রিজ নির্মাণে জোড় দাবী জানান।

সেসমময় উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান বুলবুল, মো. অাবু বকর মিয়া, মোঃ মজিবর রহমান, মো. হাবিবুর রহমমান (মজলিশ খা), মো. লিটন মিয়া, মো. এনামুল হক, ডাক্তার টিপু, মো. বাবুল মাতুব্বর সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।