ফটিকছড়িতে সড়কের পাশের সরকারী ১০০টি মূল্যবান গাছ কেটে সাবাড়

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১৫ ২০২০, ১৬:৫২

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার নাজিরহাট জিসি সড়ক হতে কাজিরহাট জিসি সড়ক এর চেইনেজঃ ১৩৬৫ মিঃ থেকে ১৬০০মিঃ অংশের দক্ষিণ পার্শ্বে প্রায় ১০০টি বিভিন্ন জাতের মূল্যবান বনজ বৃক্ষ কেটে পেলেছে একটি কুচক্রী মহল।

গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) ওই সড়ক পরিদর্শনকালে বিষয়টি নজরে আসে উপজেলা প্রকৌশলী এস.এম হেদায়েতের।

উপজেলা প্রকৌশলী সূত্রে জানা যায়, সড়কের ১৬ কিলোমিটার দৈর্ঘ্য দুই পার্শ্বে এলজিইডি কর্তৃক তিন সারি করে রোপণকৃত আকাশমনি, বেলজিয়াম, মেহগনি, রেইনট্রি, সেগুন ও জলপাই সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়, এবং এলসিএস মহিলাদের মাধ্যমে ৪বছর ধরে তা পরিচর্যা করা হয়। গত ১৩অক্টোবর রাস্তা পরিদর্শনকালে দেখা যায় দুষ্কুতিকারীরা উপরোক্ত অংশে প্রায় ১০০টি বৃক্ষ কর্তন করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী এস.এম হেদায়েত জানান, কে বা কারা প্রায় ১০০টি সরকারি গাছ কেটে পেলেছে। তাদের ব্যাপারে জানার জন্য এলাকাবাসীর কাছে অনুরোধ করলে কেউ কোন ধরণের তথ্য দিতে পারেনি। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

উল্লেখ্য যে, ইতিপূর্বেও একই সড়ক হতে বড় বড় অনেক গাছ কেটে নিয়ে যায় দুস্কুতিকারীরা।