প্রসঙ্গ আশরাফ মাহদী: এ আগুন জ্বলবে কতদূর?

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৬ ২০২০, ২০:৪৫

মাওলানা মামুনুল হক

আশরাফ মাহদীর ঘটনা গোটা কওমি মহল ও বাংলাদেশের ইসলামী রাজনীতির অঙ্গনকে ভাবিয়ে তুলেছে ৷ কোন পথে হাঁটছি আমরা ? চলমান সংকটকে কেন্দ্র করে ঘটনা যেভাবে ডালপালা মেলছে, তাতে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় বলা মুশকিল ৷ একটি ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত ইসলামী পরিবারের একজন উচ্চশিক্ষার্থী মেধাবী সন্তান শিক্ষার জন্য বিদ্যালয়ে যাওয়ার পথে বিদেশ থেকে তাকে ধরে আনা-মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো ঘটনা মনে হচ্ছে ৷ যে মামলার বরাত দিয়ে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে সেই মামলাটি আরেক রহস্যময় ঘটনা ৷ আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যে মামলার আরজিতে “অপকর্ম”কারী বলা হয়েছে ৷ যে মামলার বাদীর ব্যক্তিগত যোগাযোগ নাম্বার হিসেবে প্রদত্ত নম্বরটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে ভয়ঙ্কর তথ্য ৷ তথ্যটি যদি আসলেই সত্য হয়ে থাকে তাহলে নেপথ্য নায়কদের পরিচয় প্রকাশ হতে আর কিছুর দরকার পড়ে না ৷ ঘটনাপ্রবাহে মোটাদাগে যে কথাগুলো বুঝতে কারো সমস্যা হওয়ার কথা নয়-
১) ওসমান কাশেম নামক ব্যক্তির উপর হামলা ও সেই ঘটনাকে পুঁজি করে দেশের স্বনামধন্য আলেম-ওলামাদের বিরুদ্ধে মামলা দায়ের তাদের পূর্বপরিকল্পিত ঘটনা ৷
২) আশরাফ মাহদী যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলোর যুক্তিগ্রাহ্য জবাব দেয়া কিংবা এড়িয়ে যাওয়ার পরিবর্তে মামলা ও জুলুমের পথ বেছে নেয়া সেই মহলটির নৈতিক দেউলিয়াত্বের প্রমাণ ৷
৩) কারো মনে হতেই পারে, যারা তুচ্ছ ফেসবুকের লেখাকে কেন্দ্র করে এত মারমুখী ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, অতীতে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সত্য হবে না কেন?
৪) কওমির ব্যাপক ছাত্র জনতার বিরুদ্ধে গুটি কয়েকের একটি অনৈতিক চক্রকে প্রতিপালন ও সহযোগিতা করছে কোন একটি মহল, দুবাই পর্যন্ত পৌঁছে যাওয়ার মত লম্বা যাদের হাত ৷
৫) এমন মামুলি ঘটনাকে কেন্দ্র করে নিজেদের সন্তানের বিরুদ্ধে যারা এতটা হিংস্র হয়ে উঠতে পারে তাদের দ্বারা কী হওয়া সম্ভব, এই প্রশ্নের চেয়ে তাদের পক্ষে কী অসম্ভব ? এমন প্রশ্নই এখন অধিক যুক্তিসম্মত মনে হয় ৷

যে আগুন জ্বালানো হলো, জানি না শেষতক এ আগুন নেভাতে কত লাঞ্চনা অপমান আর জিল্লতির মাশুল গুণতে হয় ৷ রহম কর মাবুদ ৷