প্রধানমন্ত্রী আমাদের বোকা বানাচ্ছেন: জাফরুল্লাহ চৌধুরী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ৩০ ২০২২, ১৮:৩৩

বাজেট নিয়ে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজকে প্রধানমন্ত্রী আমাদের বোকা বানাচ্ছেন। একটা বাজেট করেছেন, সেখানে কীভাবে গণতন্ত্র আসবে, সে বিষয়ে কিছু বলা নেই। কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে তার কিছুই বলা নেই। উনারা দেশটা দখল করে রাখবেন। প্রতিটা ক্ষেত্রে ভুল। এখানে ক্ষুদ্র খামারি-শ্রমিকদের জন্য কোনও বরাদ্দ নেই।’

বৃহস্পতিবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা ও উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন।

বাজেট প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ভুল হলো বাজেটে ক্ষুদ্র খামারি ও শ্রমিকদের জন্য কোনো বরাদ্দ রাখেননি। তার চাইতেও বড় কথা, বাংলাদেশে আসা ১২-১৩ লাখ রোহিঙ্গা যা বেড়ে ২৫ লাখ হয়েছে, আগামী ১০ বছরে এইটা আরও বাড়বে, তাদের জন্যও কোনো বরাদ্দ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়েও বরাদ্দ কমেছে। প্রধনামন্ত্রী একটা ভালো কাজ করেছেন পরিসংখ্যান বিভাগের বাজেটটির ৮০ ভাগ কেটে দিয়েছে। কারণ ওনার খারাপ লাগছিল আর কত মিথ্যা কথা বলা যায়। সে জন্য পরিসংখ্যানের বাজেট কেটে দিয়েছেন ৮০ ভাগ।

তিনি আরও বলেন, ‘আইন বিভাগে আইন নাই, আলেমদের জামিন নাই। তাই আইন বিভাগে বাজেট কেটে দিয়েছে কারণ যেই বিচারপতিদের কোমরে জোর নাই-মেরুদণ্ড সোজা না তাদের পয়সা দিয়ে লালন-পালন করে লাভ কী।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তার চাইতেও বড় কথা, বাংলাদেশে ১২-১৩ লাখ রোহিঙ্গা এসেছিল। এখন হয়ে গেছে ২৫ লাখ। আগামী ১০ বছরে এটা আরও বাড়বে। কিন্তু তাদের জন্য বাজেটে কোনও বরাদ্দ নেই। পরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ কমেছে।’

তিনি বলেন, ‘গজল ডোবার সব স্লুইচ গেট আমাদের না জানিয়ে অতর্কিত খুলে দেওয়া হয়েছে। এটা একটা রাজনৈতিক অপরাধ। আন্তর্জাতিক অপরাধ।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ বলেন, ‘সারাদেশের মানুষ যখন বন্যার কারণে না খেয়ে দিনাতিপাত করছে, তাদের জন্য কিছু ব্যবস্থা না করে প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে ভারত যাচ্ছেন। ভারত যাবেন আমাদের নদী হিস্যার কিছু করবেন কী? আসলে প্রধানমন্ত্রীর এজেন্ডায় একবারও দেখিনি তিস্তার আলোচনার কথা।’