প্রধানমন্ত্রীর প্রতি খোলা চিঠি

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৩ ২০১৮, ১১:১৪

মাননীয়,
প্রধানমন্ত্রী সালাম নিবেন। সেই সাথে আপনার সু- স্বাস্থ্য কামনা ও আপনার মরহুম পিতাজী বঙ্গবন্ধুসহ সকল মুক্তিযোদ্ধার আত্বার মাগফিরাত কামনা করছি।

ওগো দেশনেত্রী!
আমি ইতিমধ্যে লক্ষ্য করছি!দেশের অশান্ত পরিবেশকে সুশৃঙ্খলায় ফিরিয়ে আনতে আপনার প্রাণপণ চেষ্টা সর্বদাই অব্যাহত রয়েছে।

এইতো গত কয়েক ঘণ্টা পূর্বেও যখন দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ে আপনার হস্তক্ষেপ কামনা করলো, আপনি তাৎক্ষণিক আশার বাণী শুনিয়ে সুন্দর সমাধান দিয়ে তাদেরকে নিজ গৃহে ফিরিয়ে দিয়ে প্রশংশিত হলেন। যা কিনা বাংলাদেশের ইতিহাসে নজির হয়েই থাকবে বলে বিশ্বাস করি।

ওগো বঙ্গমাতা!
এমনিতেই দেশের ষোলো কোটি মানুষের দায়ীত্বের গুরুতর ভারে ক্লান্ত শ্রান্ত আপনি বয়োবৃদ্ধায় উপনীত হয়েছেন।
কাজেই আপনার কাছে নালিশ করে অতিরিক্ত দায়ীত্বের ভার দেওয়ার কোন ইচ্ছাই আমার ছিলো না। কিন্তু আমার,আপনার তথা পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহর নাম নিয়ে এমন গোস্তাকি কেমনে সই বলতো😭??

ওগো বহির্বিশ্বের আলোচিত বাঙ্গালি মাতা,
আপনাকে নিয়মিত ক্বোরআন তিলাওয়াত, কা’বার জিয়ারতসহ একই সাথে জমিনে ফাসাদ সৃষ্টকারীদের বিভিন্ন শাস্তি প্রদান করতে দেখেছি!

ওগো বাংলাদেশের অন্যতম সাহসী নারী!!
এই যে দেখুন! পহেলা বৈশাখীর নামে “বিবিয়ানা”শাড়ী কারখানায় তাদের বৈশাখী নামক শাড়ীতে স্বয়ং আপনার কাবার মালিকের নামকে ব্যাঙ্গচিত্র করে দেশের ষোলো কোটি মুসলিম /অমুসলিমের হৃদয়ে প্রচণ্ড আঘাত করেছে! আপনার শাসনামলে এমন আচরণ করে ইতিপূর্বে কারো শেষ রক্ষ হয়নি। এমনকি লতিফ সিদ্দিকী নামের মন্ত্রীকেও আপনি ক্ষমা করেন নি।

কাজেই আপনি দ্রুত পদক্ষেপ নিন। লতিফ সিদ্দিকীর মতো এদেরকেও দেশের সর্বোচ্চ আইনের আওতায় এনে আরেকটি নতুন ইতিহাস রচনা করুন।

ওগো মুজিব কন্যা!
এ সুযোগ বারবার আসবেনা কেবল আপনিই ওদের লাগাম টেনে ধরে একথা প্রমাণ করতে সক্ষম হবেন যে, আপনার সোনার বাংলায় উগ্রবাদীদের ঠাই নাই । আশাকরি দেশের কারো না কারো মাধ্যমে আমার এই অধমের বার্তাটি আপনার কাছে পৌঁছবে।

ইতি
ধর্মীয় অনুভূতির আঘাতে বারবার ক্ষত-বিক্ষত
মুসলিম পরিবারের সন্তান,
সাব্বির বিন আকবার।
পূর্ব ভাদেশ্বর(তকিয়া গাউ)
বাহুবল,হবিগঞ্জ।
১২.৪.২০১৮