প্রথা ভেঙে বিয়ে করতে বরের বাড়িতে এলেন কনে (ভিডিওসহ)

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২২ ২০১৯, ১৩:১৯

সচরাচর যাত্রী নিয়ে কনের বাড়িতে বরের যাওয়ার রেওয়াজ প্রচলিত আছে। বিশেষ করে বাংলাদেশে এমন চিত্রই দেখা যায়। কিন্তু মেহেরপুরে দেখা গেল ব্যতিক্রমী ঘটনা। বরের বাড়িতে বিয়ে করতে গেলেন কনে।

শনিবার (২১ সেপ্টেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে ঘটনাটি ঘটেছে। ঢাক-ঢোল পিটিয়ে, গানের তালে তালে কনে বেশে গাড়ির সামনে বসে বরের বাড়িতে গিয়ে বিয়ে করেছেন তরুণী।

এসময় কনেযাত্রী ছিলেন শতাধিক। বরপক্ষের তিন শতাধিক আমন্ত্রিত অতিথি ছিল। এই বিয়ে দেখতে হাজির হয়েছিল হাজার হাজার মানুষ।

পাত্রী চুয়াডাঙ্গার কামারুজ্জামানের মেয়ে খাদিজা আক্তার খুসি। সে বাড়ির ছোট মেয়ে। ল দিয়ে সজ্জিত একটি জিপ। জিপের পেছনে বসে আছেন কনের বান্ধবী ও বোনেরা। বিয়ের পাত্র ছিলেন চৌগাছা গ্রামের আবদুল মাবুদের ছেলে তরিকুল ইসলাম জয়।

বিয়ে প্রসঙ্গে কনের বাবা কামরুজ্জামান বলেন, “ছেলে-মেয়েদের সমঅধিকার বাস্তবায়নেই আমরা অভিভাবকরা এমন সিদ্ধান্ত নিয়ে মেয়েকে ছেলের বাড়িতে এনে বিয়ের আয়োজন করি।” এক‌ই রকম অভিব্যক্তি প্রকাশ করেন কনে ও বর।