পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন সাংবাদিক হাসানুল কাদির

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২১ ২০১৯, ১৫:০০

হাসানুল কাদির- যিনি সর্বশেষ ‌‌টোটালবাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ছিলেন। তিনি সাংবাদিক হিসাবে কাজ করেছেন ইনকিলাব, মানবজমিন, যায়যায়দিন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, আমাদের সময় ও কালের কণ্ঠসহ বিভিন্ন জাতীয় পত্রিকায়। বিভিন্ন অনুসন্ধানী রিপোর্ট খুব অল্প সময়ে সাংবাদিক অঙ্গনে তাকে পরিচিত করে তুলেছিল। হাসানুল কাদিরের পিতার নাম মরহুম শেখ মুহাম্মদ আফসার আলী এবং মাতার নাম রাজবানু বেগম। কিশোরগঞ্জের তাড়াইলস্থ বোরগ্রাম আশরাফুল ‍উলুম মাদরাসা তার জীবনের প্রথম ধর্মীয় পাঠশালা। এছাড়া তিনি আরো পড়াশুনা করেছেন কিশোরগঞ্জ, চট্টগ্রামে এবং দাওরায়ে হাদিস, তাখাসসুস ফিল ইফতা, তাখাসসুল ফিল হাদিস, তাখাসসুস ফিত তাফসিরসহ বিভিন্ন বিষয়ে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে।

একসময় মাদরাসা পড়ুয়া এই আলেম সাংবাদিক ইসলামিক লেবাস, দাড়ি সেভ করে নিজেকে পরিবর্তন করে ফেলেন।

বেশ কিছুদিন থেকে তাকে দেখা যাচ্ছে হযরত শাহ জালাল (র.)-এর মাজার প্রাঙ্গন সহ সিলেটের বিভিন্ন স্থানে পাগল অবস্থায় ঘুরতে। মাঝেমধ্যে একেবারে উলঙ্গও দেখা যায়।

তথ্য ও ছবি- কবি সৈয়দ মবনু