পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচীর মুহতামিম আততায়ীর গুলিতে নিহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১১ ২০২০, ০১:৩৭

আবির আবরার:

পাকিস্তানের প্রভাবশালী আলেম ড. মাওলানা আদিল খাঁন শাহাদাত বরণ করেছেন।

শহীদ মাওলানা ড. আদিল খাঁন (রহ.) আজ (১০-১০-২০২০) রাতে আততায়ীর গুলিতে তাঁর ড্রাইভারসহ শাহাদাত বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি’য়ূন।

তিনি তাঁর ব্যাক্তিগত গাড়িতে করাচির “শাহ্ ফয়সাল” এলাকার ২ নং কলোনিতে ছিলেন, এমন সময় মোটর সাইকেল আরোহী বন্দুকধারী অতর্কিত ফায়ার করে, এবং হসপিটালে নেওয়ার পূর্বেই এ মনীষী শাহাদাতের অমীয় সুধা পান করেন।

পাকিস্তানের বিখ্যাত মাদরাসা জামিয়া ফারুকিয়া করাচী-র মুহতামিম ছিলেন তিনি। পাকিস্তান বেফাকের সাবেক সভাপতি শায়খুল হাদীস আল্লামা সলিমুল্লাহ্ খাঁন রহ. এর সাহেবযাদা। প্রসিদ্ধ আলেমে দ্বীন মাওলানা মঞ্জুর মেঙ্গল (হাফি.) এর উস্তায ছিলেন তিনি।

ডক্টর আদিল খানকে শহীদ করার ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের টুইটের ম্যাসেজটি অনেকেই সঠিক মনে করেন। তার ধারণা শিয়া সুন্নির মধ্যে অস্থিরতা সৃষ্টির জন্য এ ধরনের কাজ ইন্ডিয়া করিয়ে যাচ্ছে ।
তিনি লিখেন “… since last 3 months India’s attempts to target kill Aalims from Sunni & Shia sects to create sectarian conflict across the country”

বাংলাদেশের অন্যতম সেরা আলেম মুফতি আবুল হাসান আব্দুল্লাহ‌ও এ ধরণের সম্ভাবনার কথা বলেছেন। বেশ কিছু তদন্তের শেষ রেজাল্টও এরকম বলে জানা গেছে।

পাকিস্থানে স্কলারদের মারার পিছনে ইন্ডিয়ান RAW এ ধরণের কাজ করিয়ে থাকে, এটা পাকিস্থানে অনেক পপুলার হাইপোথিসিস।

উল্লেখ্য, কিছুদিন আগে পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম মুফতি ত্বাকি উসমানীকেও মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।