পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান নাসির জমশেদের ১৭ মাসের জেল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৮ ২০২০, ১৫:২৬

ক্রিকেটে দুর্নীতির দায়ে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হয়েছেন আগেই। এবার টানতে হবে জেলের ঘানিও। ১৭ মাস কারাগারে কাটাতে হবে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান নাসির জামশেদকে।

পাকিস্তান সুপার লিগে সতীর্থদের ঘুষ দিয়ে স্পট-ফিক্সিং করাতে চেয়েছিলেন ৩৩ বছর বয়সী জামশেদ। প্রথমদিকে অভিযোগ অস্বীকার করলেও গত ডিসেম্বরে অপরাধ স্বীকার করে নেন তিনি। এর ভিত্তিতে শুক্রবার ম্যানচেস্টারের ক্রাউন কোর্ট তাকে এই শাস্তি দেয়।

তার দুই সহযোগী ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ারকে ৪০ মাস এবং মোহাম্মদ ইজাজকে ৩০ মাসের কারাবাস দিয়েছে আদালত। এই দুই জনও অপরাধ স্বীকার করেছেন।

২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচেও জামশেদের বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের চেষ্টা করার অভিযোগ উঠেছিল। এক পুলিশ কর্মকর্তা জুয়াড়ি সেজে তাকে দিয়ে দুটি ডট বল খেলানোর পরিকল্পনা করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য সেটি আর করা হয়নি।

পাকিস্তানের হয়ে দুই টেস্ট, ৪৮ ওয়ানডে এবং ১৮ টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ২০১৮ সালের আগস্টে তাকে সব ধরনের ক্রিকেট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।