পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন ইবি শিক্ষার্থীদের

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১০ ২০২০, ১০:৫৬

ইবি প্রতিনিধিঃ  ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক চতুর্থ বর্ষের আংশিক ও পূর্ণাঙ্গ পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

করোনা পরিস্থিতির (কোভিড-১৯) কারণে দীর্ঘদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় স্নাতক চতুর্থ বর্ষের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কিছু বিভাগের পরীক্ষা আংশিক বাকি রয়েছে এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ পরীক্ষার সময় পেরিয়ে গেলেও তা নেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)সহ সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এমতাবস্থায় বিপাকে পড়েছে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, চরম হাতাশায় পড়েছে তাদের পরিবারও।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সরকারি বেশ কিছু বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষের পরীক্ষা নেওয়ার ব্যাপারেও ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য মানববন্ধনে দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্মারকলিপি দিয়েছেন তারা।