পটিয়ায় ৭ টি প্রতিষ্টানকে ১ লক্ষ ৮৪ হাজার টাকা অর্থদন্ড

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৩ ২০২০, ১১:২২

এম হেলাল উদ্দিন নিরব পটিয়া, চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের মুল কেন্দ্র পটিয়া উপজেলার ইন্দ্রপুল,মুন্সেফ বাজার, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রয়োজনী পুন্যদ্রব্য বেশি রাখার অপরাধে অভিযুক্ত দোকান গুলো কে ১ লক্ষ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত

রোববার (২২মার্চ) সারাদিন এ অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা।

এই সময় পাইকারি ও খুচরা চাউলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অধিক মূল্যে বিক্রি ও চাউলের আরতে ভাউচারের মূল্য গড়মিল থাকায় ও মূল্যে তালিকায় অধিক পরিমাণ মূল্য থাকার অপরাধে সোনালী রাইচ মিলের মালিক জসীম কে ১ লক্ষ টাকা, আলম স্টোর এর মালিক দিদার কে ৫ হাজার টাকা, খাজা স্টোর এর মালিক ফজল আহমদ কে ৭ হাজার টাকা, ইদ্রিস এন্ড সন্স এর মালিক কে ৭ হাজার টাকা, ইসলাম ট্রেডার্স এর মালিক নুরুল ইসলাম সাওদাগর কে ১০ হাজার টাকা জরিমানা করেন। লাইসেন্সবিহীন নোংরা খাবার ও অপরিচ্ছন্ন অবস্থায় খাবার সামগ্রী তৈরি করার অপরাধে পটিয়া বাসস্ট্যান্ডের পাশে গোল্ডেন হোটেলের মালিক নুরুল আলম কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে সর্বমোট ৭ টি প্রতিষ্টান কে ১ লক্ষ ৮৪ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, পটিয়া যেকোনো জায়গায় দ্রব্য মূল্যের দাম দ্বিগুণ নেয়ার অভিযোগ পাওয়ার সাথে সাথে আমাদের কে জানাবেন।আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্হা গ্রহন করবো।