নোয়াখালীতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে জেলা প্রশাসকের আলোচনা সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৭ ২০২০, ১৯:৫৫

এম.এস আরমান,নোয়াখালী: নোয়াখালীতে পেঁয়াজের আকস্মিক মূল্য বৃদ্ধি রোধের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে বেগমগঞ্জ চৌমুহনী বাজার ও সদর উপজেলা পৌর বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সাথে জরুরি আলোচনা সভা করেন জেলা প্রশাসক খুরশিদ আলম খান।

আজ (১৭সেপ্টেম্বর) বৃহস্পতিবার জেলা প্রশাসকের কণফারেঞ্চ হলের উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার আলমগির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বেগমগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ও সুধারাম থানা অফিসার ইনচার্জ (ওসি) ।

উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়

১. ব্যবসায়ীগণ অধিক মুনাফার আশায় কমমূল্যে ক্রয়কৃত পণ্য অধিকমূল্যে বিক্রয় করতে পারবেন না।

২. পণ্যের বিক্রয় মূল্য অবশ্যই দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে।

৩. ব্যবসায়ীকে অবশ্যই ক্রয় রশিদ বা পাকা চালান সংরক্ষণ করতে হবে।

৪. পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবেনা।

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে নিশ্চিত করা হয়।