নূরানী বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার মেধা তালিকায় প্রথম মেখল মাদরাসা

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৮ ২০২১, ১৭:৫৪

হাবীব আনওয়ার: নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় বিশাল সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী মেখল মাদরাসার নূরানী বিভাগ।

গত ১৫ ই জানুয়ারি শনিবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। মেখল মাদরাসা থেকে পরীক্ষা দেওয়া ৪৬ জনের মধ্যে ৪৩ জন A+ প্লাস আর ৩ জন A এবং ২৩ জন সর্বোচ্চ মেধা তালিকায় স্থান পেয়ে কৃতিত্ব অর্জন করেছে।

ছাত্রদের এ কৃতিত্বে খুশী প্রকাশ করেছেন মেখল মাদরাসার মহাপরিচালক ও নুরানি বোর্ডের কার্যকরী সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা নোমান ফয়জী।

তিনি আরো বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ শিক্ষকমণ্ডলীর নিরলস মেহনত আর শিক্ষার্থীদের প্রচেষ্টার কারণেই এমন কৃতিত্বের ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমরা মহান আল্লাহ তায়া’লার শোকরিয়া জ্ঞাপন করছি।