নুরদের প্রতিহত করতে ঢাবি ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ মঞ্চের লাঠি মিছিল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৮ ২০১৯, ১৫:০২

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদকে জামাত-শিবিরের অর্থায়নে রাষ্ট্রবিরোধী সংগঠন মন্তব্য করে তাদের কার্যক্রম প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে লাঠি মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যে তাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংগঠনটি।

প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আহমেদ হাসনাইন, সাধারণ সম্পাদক মিথুন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মানববন্ধন ও লাঠি মিছিলে সংগঠনটির নেতারা বলেছেন, ‘স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের দোসরদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে দিবে না মুক্তিযুদ্ধ মঞ্চ। গতকাল রাজু ভাস্কর্যে নুরুর সন্ত্রাসী সংগঠন জামাত-শিবিরের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জঙ্গিরা দেশীয় অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করেছিলো। দুর্নীতিবাজ, পাকিস্তানি জামাত-শিবিরের এজেন্ট নুরুকে ঢাবি ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ মঞ্চ অবাঞ্ছিত ঘোষণা করেছে।

ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ মঞ্চের লাঠি মিছিল

মুক্তিযুদ্ধ মঞ্চের বিক্ষোভ সমাবেশ ও লাঠি মিছিলে রড, হকিস্টিক, লাঠি, ইট বহন করতে করতে দেখা গেছে। এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহীম, বদরুজ্জামান ভূঁইয়া, নারী প্রক্টর সীমা ইসলাম তাদেরকে লাঠি সোটা ফেলে দেওয়ার অনুরোধ করেন। সহকারী প্রক্টর আবদুর রহীম তাদের কাছ থেকে কিছু লাঠি নিয়ে নেন। এরপরে তারা বাকি লাঠি-রড নিয়ে মিছিলে অংশ নেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, নরের সংগঠন সন্ত্রাসী সংগঠন। তারা জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন কারী। তারা গতকাল দেশীয় অস্ত্র ব্যবহার করেছে তাই আমরা আত্মরক্ষার্থে লাঠিসোটা হাতে রেখেছি।