নারায়ণগঞ্জে ভুয়া এনএসআই সদস্য গ্রেফতার

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২৯ ২০২০, ১৫:৪৭

স্টাফ করেসপন্ডেন্ট: এনএসআই সদস্য পরিচয় দিয়ে এক পোশাক শ্রমিককে অপহরণের সময় নারায়ণগঞ্জে সোহেল রানা নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

আদমজী ইপিজেড কাস্টমস গেটে বিকালে কর্তব্যরত আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তার বিরুদ্ধে আদমজী ইপিজেডের আনসার ক্যাম্পের এপিসি রফিকুল ইসলাম থানায় মামলা করেন।

প্রতারক সোহেল রানা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জামগ্রাম গ্রামের অধিবাসী। এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃত সোহেল রানা আদমজী ইপিজেডের প্রোগ্রেস অ্যাপারেলস লিমিটেডের কাটিং ম্যান মো. রাসেলকে বেপজা কাস্টমস গেট দিয়ে জোর করে তুলে নেয়ার সময় গেটে কর্মরত আনসার সদস্যরা সোহেল রানাকে আটক করেন।

এ সময় সোহেল রানা নিজেকে এনএসআই সদস্য বলে পরিচয় দেয়। তখন বিষয়টি বেপজাকে জানানো হয়।