নাজিরহাট কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২০ ২০১৯, ২৩:৩২

 

রোজা মানুষের মনুষ্যত্বকে বৃদ্ধি করে। রোজা মানুষের হিংসা,অহংকার ও ঝগড়া থেকে বিরত থাকার শিক্ষা দেয়। রোজা মানুষের ভেতরের কলবকে পরিমার্জিত করে। তাই রমজানের শিক্ষা আমাদের জীবনে কাজে লাগাতে চেষ্টা করবো।

আজ ২০ জুন নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স রাষ্ট্র বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের আয়োজনে ইফতার মাহফিলের পূর্বে আলোচনায় এসব কথা বলেন আগত অতিথিরা।

নাজিরহাট পুরাতন ব্রীজ সংলগ্ন জামান হোটেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব জাহাঙ্গীর উদ্দীন স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী প্রভাষক মইনুদ্দিন নাহিদ স্যার, প্রভাষক মনিরুল ইসলাম জুয়েল স্যার।
রাষ্ট্র বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মিনহাজুল আরেফিন (রনির) সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোওয়াত করেন উক্ত বিভাগের ছাত্র ইরফান কাদের চৌধুরী। নাতে মুস্তফা পাঠ করেন আহসান হাবিব। প্রথম বর্ষের ছাত্র আলী আজগরের মুনাজাতের মধ্য দিয়ে ইফতার পূর্ব আলোচনা সমাপ্ত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র মোঃ আজিজ।