নবনিযুক্ত ধর্মপ্রতিমন্ত্রীকে দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির শুভেচ্ছা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ২৫ ২০২০, ১৬:২৫

নিজস্ব প্রতিনিধি:নবনিযুক্ত ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলালকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের সকল দারুল আরকাম মাদরাসার শিক্ষকগণ।

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্স এর গভর্নর, জামালপুর-২ আসন থেকে একাধিকবার নির্বাচিত, সাংসদ আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মপ্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সকল দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষক কল্যাণ সমিতি ধর্ম প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

এদিকে নবনিযুক্ত ধর্মপ্রতিমন্ত্রীকে আরো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয় অফিস ও দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখার পক্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তান হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন। তিনি এক বার্তায় বলেন, নবনিযুক্ত মাননীয় ধর্মপ্রতিমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। উনার সু-স্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা সংক্রান্ত প্রকল্পটি দ্রুত বাস্তবায়ণের মাধ্যমে দুই লক্ষাধিক শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষাজীবন সুনিশ্চিতকরণ ও মাদরাসায় নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাগণের বকেয়া বেতন-ভাতা আদায় ও অনিশ্চয়তা দূরীকরণে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করি এবং তা করে সকলের মুখে হাঁসি ফুটাবেন।

 

উল্লেখ্য, মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। ফরিদুল হক খান আওয়ামী লীগ থেকে মনোনীত জামালপুর জেলার ইসলামপুরের টানা তিনবারের সংসদ সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ফরিদুল হক। ফরিদুল হক ১৯৫৬ সালের ২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. হবিবর রহমান খান ও মাতার নাম মোসাম্মৎ ফাতেমা খান। ফরিদুল হক খান দশম সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। বর্তমান একাদশ সংসদেও একই পদে রয়েছেন।