নতুন শিক্ষাক্রম নিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৩ ২০২১, ২২:৪১

সাকিব আহমেদ রবিঃ

আজকের বৈঠকে নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রীর কিছু সিদ্ধান্ত নিয়েছে।

যা পাঠকের জন্য তুলে ধরা হলো:

১. ২০২৩ সাল থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকছে না

২. এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণীর পাঠ্যক্রমের ওপর।

৩. এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ওপর।

৪. প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ক্লাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা হবে না।

৫. ১০ শ্রেণি পর্যন্ত ১০টি বিষয় ঠিক করা হয়েছে। সেগুলোই সবাই পড়বে।

৬. একাদশ ও দ্বাদশ শ্রেণিতে গিয়ে ঐচ্ছিক বিষয়গুলো পড়বে শিক্ষার্থীরা। অর্থাৎ বিজ্ঞান, মানবিক, বাণিজ্যে বিভাজন হবে উচ্চমাধ্যমিক থেকে।

৭. নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে আগামী বছর। এক্ষেত্রে প্রাথমিকে প্রথম শ্রেণি আর মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং শুরু হবে। আর প্রয়োগ শুরু হচ্ছে ২০২৩ সালে।