নজরুল বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১৩ ২০২০, ১৫:২৩

সজীব চন্দ্র দাশ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলছে ব্যপক উন্নয়নমূলক কর্মকান্ড। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন রয়েছে ছেলেদের জন্য ১টি ও মেয়েদের জন্য ১টি করে মোট ২টি আবাসিক হল। যদিও এই আবাসিক হলগুলো আরো অনেক আগেই চালু হবার কথা ছিল, তবে একের পর এক আশ্বাসের পরও চালু হয় নি আবাসিক হল দুটো। শুধু কাজে বিড়ম্বনা নয়, রয়েছে অপরিকল্পিত পরিকল্পনা ও কাজে দুর্নীতির অভিযোগ।

এরই প্রেক্ষিতে আজ সকালে ক্যাম্পাসে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ৭ দাবি পেশ করে। দাবিগুলোর মধ্যে রয়েছে-
১। ৭ দিনের মাঝে নিম্ন মানের কাজ ও সময়ক্ষেপণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত ও রিপোর্ট পেশ।
২। আগামী ১৫ দিনের মাঝে হল গুলো বুঝিয়ে দেওয়ার মুচলেকা দিতে হবে অন্যথায় সকল কাজ বন্ধ করা দেওয়া হবে।
৩। এলেমেলো ও পরিবেশ ধ্বংসকারী মাস্টার প্ল্যান পরিবর্তন করে। শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সুপরিকল্পিত প্ল্যান গ্রহণ করতে হবে।
৪। বঙ্গবন্ধুর ভাস্কর্য কে ডেকে যায় বা আড়াল হয় এমন কোন স্থাপনা করা যাবেনা
৫। নবনির্মিত গেস্ট হাউজের স্থান পরিবর্তন করতে হবে
৬। মসজিদের কাজ দ্রুত শুরু করতে হবে
৭। ঠিকাদারদের সাথে যোগসাজশ ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠায় বিশ্ববিদ্যালয়ের DPD হাফিজের বিরুদ্ধে দ্রুত তদন্তে কমিটি গঠন ও ব্যাবস্থা করতে হবে।