ধর্ষক

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০২ ২০১৯, ১৩:২৭

ধর্ষক
-ঋতশ্রী মজুমদার

দিনযাপনে বেহিসাবী ইচ্ছে বাড়ে লকলকে,
কামনাগুলো ক্লেদ বিছিয়ে জমতে থাকে থকথকে।
কদর্য মন হলুদ বরণ চিটচিটে এক আঁঠা,
ঘিনঘিনে মন বমন ভরা পিটপিটে এক পাঁঠা।
এ ব্যাটা আবার পুরুষ নাকি, বিবেকটি যার সুপ্ত রয়,
নারী শরীর দেখলে পরে, জ্ঞানটাই যার লুপ্ত হয়।
নারীকে কেবল শরীর ভাবিস রক্ত মাংস যোনী,
ও ব্যাটা তবে পূজিস কেন ঈশ্বররূপী ভবানী?
মদ্যপ তুই বউ পেটাবি? দেখাবি নাকি জৌলুস তোর?
তোর দেহ তো বিয়েছে নারী ,মা কে দেখাস পৌরুষ জোর?
ও ব্যাটা তুই কেমন পুরুষ, ছোট্ট মেয়ে সংশয়ে,
ছোট্ট বেলায় বোধোদয়ী ও ,গুড টাচে আর ব্যাড টাচে।
পুরুষ তুই এক পুংলিঙ্গ, লিঙ্গটি তোর করে পাপ,
ধর্ষিতার গতর খেয়ে করিস যে বড় অনুতাপ?
ধর্ষক তুই কদর্য প্রাণ, পুরুষ তো তুই নোস মোটে,
বিকৃত কাম জেগে ওঠে, নারী শিশু যাই জোটে।
ধর্ষক তোর শেষ পরিণাম, নয় সে শিরোচ্ছেদন,
লিঙ্গটি তোর গোলমেলে খুব, এক কোপে হোক লিঙ্গচ্ছেদন।