ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ৩১ ২০২৫, ২৩:৫২

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। সকাল সাতটা থেকে শুরু করে প্রায় এগারোটা পর্যন্ত বিভিন্ন স্থানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে খতিব সাহেবগণ দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন। বিভিন্ন স্থানে খতিবগণ ফিলিস্তিনের নির্যাতিত যুদ্ধাহত মুসলিমদের উপর আলোকপাত করেন এবং সাহায্য উত্তোলন করেন।

বিভিন্ন জেলা থেকে আসা আমাদের প্রতিনিধিদের খবর–

ঢাকা: ঢাকার জাতীয় ঈদগাহে বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক ঈদের নামাজ এর দায়িত্ব পালন করেন। এখানে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, ধর্মমন্ত্রী আফম খালিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লীগণ।

আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে শিশুদের জন্য ছিল বাড়তি আনন্দ ও খেলাধুলার আয়োজন। ছিল বয়স্কদের জন্য নির্মল বিনোদন ও আপ্যায়নের ব্যবস্থা।

লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ঈদ আনন্দ উৎসব ২০২৫। সুলতানি আমলের ঐতিহ্যবাহী ঈদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঐটি সফল করায় অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ ও ঈদ মোবারক জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর: পুরো এক মাস সিয়ামসাধনার শেষে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন স্থানে উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলমানেরা মিলিত হয়েছেন ঈদগাহে। সোমবার সকালে পূর্বে নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতগুলোতে অনেক মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সকাল সারে ৮ টায় ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল ঈদের নামাজ আদায় করেন।

এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট সুমন পারভেজ সহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাঙ্গায় প্রধান বৃহত্তর ঈদের জামাতের মধ্যে ভাঙ্গা মারকাজ ঈদগাহ মসজিদ, ভাঙ্গা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, ভাঙ্গা সরকারি কে. এম. কলেজ মাঠ, ভাঙ্গা ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম, ভাঙ্গা দাড়িয়ারমাঠ মাদ্রাসা মাঠ, পূর্ব হাসামদিয়া রহমানিয়া মাদ্রাসা, ভাঙ্গা কোর্টপাড় জামে মসজিদ, নুরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, নওপাড়া ঈদগাহ মাদ্রাসা মাঠ, আতাদী ঈদগাহ হামিউসুন্নাহ মাদ্রাসা মাঠ, চৌধুরীকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ, পল্লীবেড়া ঈদগাহ মাঠ, কাউলিবেড়া ঈদগাহ মাঠ, গঙ্গাধরদী দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা মাঠ, ঘারুয়া বাজার জামে মসজিদ, মহেশ্বরদী ঈদগাহ মাঠে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

এদিকে প্রতিবছরের ন্যায় এবারও ঈদের বৃহত্তর নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বালিয়াচরা মাদরাসা ঈদগাঁ মাঠে। এখানে পূর্বে নির্ধারিত সময় অনুযায়ী সকাল সারে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে আলগী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা, অবসরপ্রাপ্ত এএসপি বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, অবসরপ্রাপ্ত পুলিশ (আরআই) গিয়াসউদ্দিন, অব.প্রাপ্ত পুলিশ সদস্য (আরআই) মো. সাহাবুদ্দিন, সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, পুলিশ ইন্সপেক্টর (টি.আই) মোহাম্মদ আবুল বাসার, সেবা ডেন্টাল কেয়ারের মহা- পরিচালক মো. এসকেন্দার মোল্লা, আবুল কালাম মাতুব্বর, আইয়ুব আলী, মিরাজ মুন্সি প্রমুখ গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন হাফেজ আবুল খায়ের বাবলু, অত্র মাদরাসার প্রধান মাষ্টার আ. বাকী, বাংলাদেশ খেলাফত মজলিস ভাঙ্গা শাখার নেতা হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, সেবা ডেন্টাল এন্ড হোমিও হল এর বালিয়াচরা বাজার শাখার পরিচালক ডা. হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, ফ্যমিলি প্লানিং ইন্সপেক্টর (এফপিআই) এনায়েত হোসেন, কামাল মাতুব্বর, আ. রাজ্জাক মুন্সি, ইউপি সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী সহ অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশা ও বিভিন্ন বয়সের হাজার হাজার মুসল্লি।

নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি, মৃত ব্যক্তিদের রুহের কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সবাই সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজের পূর্বে হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন তার বক্তব্যের এক পর্যায় বলেন, আমরা যাদের অসিলায় (পিতা- মাতা) এ সুন্দর পৃথিবীতে এসেছি তাদের জন্য দোয়া করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। তাই প্রত্যেক পিতা-মাতার প্রতি দায়িত্ব পালনে আরো সচেষ্ট হওয়ার অনুরোধ করেন তিনি। সেই সাথে ফিলিস্তিন সহ বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের জন্যও দোয়া করার জন্য আহবান জানান তিনি।


বড়লেখায় ঈদুল ফিতরের জামাত সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত


বড়লেখা, মৌলভীবাজার প্রতিনিধি: 

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আজকে সকালে পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠু সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়।

উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ঈদগাহে মুসলমানেরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ধনী গরীব নির্বিশেষে সকলেই ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

বড়লেখা পৌরসভার দরগাবাজার শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জামাতের পূর্বে ঈদের শুভেচ্ছা বিনিময় সহ বয়ান পেশ করেন সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও আগামী বড়লেখা পৌর নির্বাচনে সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী এম. এম আতিকুর রহমান, অজমীর আল আমীন জামে মসজিদের খতিব মাওলানা আতাউর রহমান, ভোলাডহর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ উল্লাহ, ঈদগাহ কমিটির সেক্রেটারি আশরাফ হোসেন চৌধুরী সুহেল ও হাজী ফয়জুর রহমান।

সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এম.এম আতিকুর রহমান সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েে গরীব অসহায় দুঃখী মজলুম মানুষের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে জোরদার করে সামাজিক সৌন্দর্য মণ্ডিত করতে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। সেই সাথে তিনি অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপিড়ন নৈতিক স্খলনের বিরুদ্ধে জাগ্রত হতে এবং অধিকার আদায়ের সংগ্রামে ঘুষ দূর্নীতি প্রতিরোধে সবাইকে সৎ নিষ্ঠাবান ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।


আবির আবরার, ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলা এবং উপজেলাগুলোর বিভিন্ন স্থানে সকাল আটটা থেকে ঈদের জামাত শুরু হয়। কোথাও নয়টায়, কোথাও দশটায় শুরু হয়ে এগারোটার মধ্যে ঈদের জামাত শেষ হয়েছে।

হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইউএনও এর উপস্থিতিতে জামাত শুরু হয় বেলা ১০টা ৩০ মিনিটে। এখানে ইমামতি করেন পটুয়াখালীতে অবস্থিত একটি মাদ্রাসার পরিচালক মাওলানা মোয়াজ্জেম হোসেন।

বেলতলী বাজার ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ান মুফতি ইলিয়াস সারোয়ার। তিনি তার বয়ানে ফিলিস্তিনের মুসলিমদের দুর্দশার কথা তুলে ধরেন এবং উপস্থিত মুসল্লিরা প্রায় দশ হাজার টাকা অনুদান তার হাতে তুলে দেন। তিনি আরো অনুদান সংগ্রহ করে দেশের সর্বমহলে গ্রহণযোগ্য একটি সেবা সংস্থার মাধ্যমে এই অর্থ ফিলিস্তিনে পাঠাবেন বলে জানিয়েছেন।