দ্রুত বিচার ট্রাইবুনালে আবরারের খুনীদের শাস্তি কার্যকর করতে হবে -ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৮ ২০১৯, ২৩:৩৬

 

আজ ৮ অক্টোবর ২০১৯ইংরেজী, রোজ মঙ্গলবার বাদ আসর দেওয়ানহাট চত্ত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি রিদওয়ানুল হক শামসী।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি নুরুল করিম আকরাম।  দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ধরণের হত্যাযজ্ঞ কোনভাবেই মেনে নেয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘খবরে প্রকাশিত হয়েছে, খুনিরা ছাত্রলীগের বুয়েট শাখার দায়িত্বশীল। ছাত্রলীগকে আমরা একটি ছাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে জানতাম। এই ঘটনায় প্রমাণ হলো ছাত্রলীগ উম্মাদ খুনিও তৈরী করে; যারা নিজেদেরই ক্যাম্পাসের একজন শিক্ষার্থীকে পিটিয়ে মেরে ফেলতে পারে।’

 

তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলাটাই যেন এখানে অমার্জনীয় অপরাধ। যার জ্বলন্ত সাক্ষী আবরার ফাহাদ। আমরা মনে করি, আবরার ফাহাদ এর শাহাদাত ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গণআন্দোলনের মাইলফলক হয়ে থাকবে এবং দ্রুত বিচার ট্রাইবুনালে আবরারের খুনীদের শাস্তি কার্যকর করতে হবে

 

এতে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ বলেন, ‘আমরা সরকারের প্রতি তীব্র হুশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অনতিবিলম্বে আবরার ফাহাদের খুনিদের গ্রেফতার ও তদন্তপূর্বক সর্বোচ্চ শাস্তি কার্যকর করা না হলে দেশের ছাত্র-জনতাকে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।’

 

তিনি আরও বলেন, ‘আজকের খবরে জানা গেল কোন এক রহস্যজনক কারণে চার্জশীট থেকে অন্যতম অভিযুক্ত অমিত সাহাকে বাদ দেয়া হয়েছে। কার আদেশে কিসের চাপে প্রশাসন তার নাম বাদ দিয়েছে? অনতিবিলম্বে তার নাম চার্জশীটে অন্তর্ভুক্ত করুন।’

 

উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সদস্য মুহা. সাখাওয়াত উল্লাহ, কেন্দ্রীয় শূরা সদস্য নুর আহমদ তালহা, মনির হোসাইন ও মোরশেদ কারীমী। চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ আসহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক তানভীর হোসাইন সহ বিভিন্ন থানা ও শাখার নেতৃবৃন্দ।