দেশের সব হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২১ ২০২০, ২২:১১

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের হাসপাতালগুলোতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সব বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস আঘাত করেছে বাংলাদেশেও। এখন পর্যন্ত ২৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন দুজন।

করোনা পরিস্থিতি যেন মারাত্মক আকার ধারণ করতে না পারে এজন্য সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে নানা ব্যবস্থা। এর অংশ হিসেবেই হাসপাতালে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।