দেশের বিভিন্ন স্থানে ফনীর প্রভাব: ৩ গ্রাম প্লাবিত নিহত ৫ নিখোঁজ ১০

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ০৩ ২০১৯, ১৭:৩৮

ইলিয়াস সারোয়ার:
ঘূর্ণিঝড় ফনির প্রভাবে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। ঢাকা ছাড়াও ময়মনসিংহ, কিশোরগঞ্জ, পটুয়াখালী, বাগেরহাটসহ সারা দেশেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে ৷

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বাগেরহাটে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে শাহানুর বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের পৃথক তিনটি এলাকায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। শুক্রবার জেলার বিভিন্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পাকুন্দিয়া উপজেলার কুরশাকান্দি এলাকার আসাদ মিয়া (৬০), ইটনা উপজেলার হনপুর এলাকার রবিন দাস (২৫) এবং মিঠামইন  এলাকার মহিউদ্দিন (৪৮) ও সুমন (২৮)।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাত ঘটে। অন্যদিকে বিকাল সাড়ে ৩টার দিকে ইটনা ও মিঠামইন উপজেলায় বজ্রপাতের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।

পটুয়াখালীতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে ৩ টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে ৷ এছাড়াও গতকাল রাতে বিপদ সংকেত এড়িয়ে ১০ জনের একটি দল মৎস শিকারে গভীর সাগরে গেলে তাদের ট্রলার ডুবির ঘটনা ঘটে ৷ এতে সবাই নিখোঁজ হয় ৷ সর্বশেষ খবর অনুযায়ী তাদের উদ্ধার অভিযান চলছে ৷

আজ শুক্রবার সন্ধ্যার সময় থেকে খুলনা ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণী। এই সময় থেকে পুরো দেশজুড়ে কম-বেশি ঘূর্ণিঝড় হবে বলে জানিয়েছে আবহওয়া অফিস ৷