‘দু’ হাজার একুশ’ হোক আল্লাহর দিকে ফিরে আসার 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০১ ২০২১, ২০:০২

•’দু’ হাজার একুশ’ হোক, আল্লাহর দিকে ফিরে আসার•

ইমদাদ ফয়েজী


সমাজটা আজ বড় অসহায় নীতিহীনদের কাছে

নীতির বুলি আওড়ায় যারা, তারাই যে নেই নীতিতে।

কথাবার্তায় আচ্চা মানুষ, যেন দুধে ধোয়া তুলসি পাতা

আসলে জাতির কালপ্রিট, অস্থিমজ্জায় নির্লজ্জতা।

কাজকর্ম, আচরণ, দেনাপাওনা- সবকিছুতেই ধোঁকা

গোলামি করা নেশা-পেশা, চরিত্রেতে তেলাপোকা।

ভাব-ভঙ্গিতে বড় ছমুজদার, জাহির করে পবিত্রতা

ওরাই নষ্ট, ওরাই ভ্রষ্ট, চিন্তায় কেবলই অনৈতিকতা।

ওরা অমানুষ; খোলস পাল্টায়, ধার ধারে না লজ্জার

বনের পশুরাও ঘৃণাভরে জানায় যে শুধুই- ধিক্কার।

লজ্জাবতীর শিকড়-রস, সেবন যদিও করে ওরা

বদলাতে তবু পারবে না কভু নোংরা অন্তর-চেহারা।

স্বার্থ হাসিলে সাদাকে কালো, কালোকে বলে সাদা

তেলা মাথায় তেল ঢালে, তবুও বলছি না হারামজাদা।

দোহাই তোদের একটু ভাবো, ছেড়ে দাও সব অনাচার

ভাব ধরিও না সত্য কও, শুদ্ধ হও; পাবে দয়া খোদার।

মানুষের মতো মানুষ হও, অন্যের ক্ষতি করো না আর

কথাকাজে মিল রাখো, কৃতজ্ঞ হও আল্লাহ ও বান্দার।

অতীত দেখো, চামচামি করো না, নীতিতে ওঠ এবার

স্বার্থসিদ্ধির নোংরা আয়োজন করেই চলছ বারেবার!

পাছে বলা ছেড়ে দাও, নিজেকে দেখো, করো ওজন

দালালি-ধান্দাবাজি আর কত? করো আত্মসংশোধন।

দ্বিচারিতা-নির্লজ্জতা ছেড়ে দিয়ে এসো এবার সুপথে

আজ কিবা কাল- জবাব তো একদিন দিতেই হবে।

পরচর্চা, ডিগবাজি ঝেড়ে ফেলে নৈতিক হতে শিখো

এপারে-ওপারে সফল হবে, যাচাই তবে করেই দেখ।

‘দু’ ‘হাজার বিশ’ কত কিছু শেখাল-দেখাল বিশ্বটাকে

শিক্ষা, প্রেরণা, পাথেয় আছে; জীবন শুদ্ধ করতে।

‘দু’ হাজার একুশ’ হোক, আল্লাহর দিকে ফিরে আসার

দুর্নীতি, পাপ, অন্যায়ের বদলে নীতি, পুণ্য ও সততার।