দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরতে হবে – মাওলানা রেজাউল করীম জালালী

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১৪ ২০১৯, ২০:২৪

একুশে জার্নাল ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী বলেছেন,দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতির আখড়া গেঁড়ে বসে আছে একশ্রেণির দুর্নীতিবাজ। পর্দা, বালিশ, টিনসহ বিভিন্ন সামগ্রী ক্রয়ে অকল্পনীয় দুর্নীতির খবর প্রকাশ হচ্ছে। যা ইতোপূর্বে এদেশের জনগণ ভাবতেও পারেনি। যেভাবে ভাগ বাটোয়ারা করে খাওয়া আরম্ভ করেছে দেশ বেশিদিন টিকবে না। দেশের অর্থনৈতিক ভিত দুর্নীতিবাজদের পকেটে চলে যাবে। এ পরিস্থিতিতে দলমত নির্বিশেষে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণ করতে হবে। সরকারকেই টিকে থাকতে হলে অবশ্যই দুর্নীবাজদের লাগাম টেনে ধরতে হবে। আজ ১৪ সেপ্টেম্বর শনিবার কেন্দ্রীয় কার্যালয় দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী,মুফতী সাঈদ নূর,যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন,মুফতী শরাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ডক্টর জিএম মেহেরুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, নির্বাহী সদস্য মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা জসিম উদ্দীন, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিন প্রমূখ।