তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪: আহত ৮ শতাধিক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ৩১ ২০২০, ১৪:১৫

তুরস্কের ইজমিরে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে এবং আহত হয়েছেন আট শতাধিক। শনিবার সকালে এই তথ্য জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, অন্তত ৩৮৯টি আফটার শক হয়েছে ভূমিকম্পের পর। এগুলোর মধ্যে অন্তত ৩৩টি ছিল ৪ মাত্রার বেশি। ৯টি ভবনে এখনও উদ্ধার অভিযান চলছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইজমিরে আহতের সংখ্যা অন্তত ৭৪৩ জন। প্রতিবেশী প্রদেশ মানিসাতে ৫ ও বালিকেসিরে ২ ও আইদিনে ৫৪ জন আহত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কজা জানিয়েছেন, ৪৩৫ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ২৫ জন ইনটেনসিভ কেয়ারে আছেন এবং ৯ জনের অস্ত্রোপচার হচ্ছে।

তিনি আরও জানান, ৩৬৪ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, ইজমিরে আটটি ভবনে তল্লাশী ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে আরও ৯টি ভবনে অব্যাহত রয়েছে।

ইজমিরের গভর্নর জানিয়েছেন, ভূমিকম্পের ফলে উপকূলীয় জেলা সাফেরিহিসারে আংশিক সুনামি দেখা দেয়। এতে করে ৪৭৫ টি গাড়ি, প্রায় ৪ হাজার উদ্ধারকর্মী স্থানচ্যুত হয়ে পড়েন। কোস্ট গার্ড কমান্ড উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।