তুমি কি শিশুর পিতা নও?

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০১ ২০১৮, ১৫:০২

মারছো কত হাজার শিশু
ফুলের মত পবিত্র নিষ্পাপ
পৃথিবীটা বুঝেনি তাও
দিচ্ছো কেনো বুলেটের উত্তাপ
তোমার বোমার কীর্তি দেখে
মন হয়ে যায় বিষণ্ন খারাপ।

বুকে আমার অচেনা ভয়
আমার শিশুটা যদি বন্দি হয়
কতটা আর সইবো আমি
ওরা কি তবে শিশুর পিতা নয়
চোখের অশ্রু নামানো সেই
ফুল শিশুটির ছিল কীসের পাপ !

ফিলিস্তিন আর সিরিয়াতে
স্বর্গ-শিশুর রক্তমাখা মুখ
প্রতি দিন প্রতি প্রহরে
নিষ্ফল ক্রোধে ভাঙে আমার বুক
শিশুর রক্ত পান করে
কেন তোমার দেখাচ্ছো প্রতাপ?