তালিমুল ইসলাম বালিকা মাদ্রাসার ৩ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০৫ ২০১৯, ২২:০৪

চট্টগ্রামের বিশিষ্ট আলেমে,লেখক ও গবেষক মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী প্রতিষ্ঠিত, দ্বীনি ও আধুনিক শিক্ষা সিলেবাসের সমন্বয়ে পরিচালিত সুয়াবিল তালিমুল ইসলাম বালিকা মাদ্রাসার ৩ তলা বিশিষ্ট মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান গতকাল শনিবার দুপুর ১২ টায় সম্পন্ন হয়।

মাদ্রাসার মুহতামিম প্রাতিষ্ঠানিক কাজ ও দাওয়াতী সফরে থাকায়) মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম ও মুহাদ্দিস মাওলানা হাফেজ এরশাদ উল্লাহ এর সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাবুনগর মাদ্রাসার মুহাদ্দিস, আল্লামা হাবিবুল্লাহ। আরও উপস্থিত ছিলেন বায়তুল করিম মহিলা মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা এমদাদুল্লাহ, আজাদী বাজার মাদ্রাসার মুহাদ্দিস মুফতী ইউনুস, নাজিরহাট বড় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতী আবদুল হাকিম কাসেমী, ফতেপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবু বকর, মুনাফকীল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দীন, নাজিরহাট পৌরসভা ২নং ওয়ার্ডের কাউন্সিলর আমান উল্লাহ আমান, মাদ্রাসার মুহাদ্দিস মুফতী জমিল আহমদ, তাকবীর নিউজের সম্পাদক আহমদ বিন ইসলামাবাদী, মাদ্রাসার কমিটির সদস্য
হাজী জানে আলম, জনাব মাসুম, নাছির উদ্দীন, মাওলানা দাউদ আলম। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, মাস্টার নাইম উদ্দীন, মুফতী নুরুল আলম, মাস্টার ফারুক, নজরুল, মাওলানা নোমান প্রমুখ।

উল্লেখ্য, সুয়াবিল তালিমুল ইসলাম বালিকা মাদ্রাসা ২০০৭ সনে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার বর্তমান মুহতামিম মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী। ৪র্থ শ্রেণী থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স- তাকমীল) পর্যন্ত বিভাগ চালু রয়েছে। পবিত্র কোরআন হাদীস শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষা তথা বাংলা, ইংরেজী, গণিত, সমাজ, বিজ্ঞান শিক্ষা দেয়া হয়। এছাড়াও ইবতেদায়ী ৫ম শ্রেণী, দাখিল ১০ম শ্রেণী, আলিম দ্বাদশ শ্রেণীর সরকারি পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা আছে। অতীতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ও সদ্য স্বীকৃতি প্রাপ্ত কওমী মাদ্রাসার সম্মিলিত বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ এর অধীনে অত্র মাদ্রাসার ছাত্রীরা শতভাগ সাফল্য অর্জন করেছে। প্রত্যাক বছর মাদ্রাসা থেকে ছাত্রীরা দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করে দ্বীনের বহুবিধ খেদমত আঞ্জাম দিচ্ছেন।

মাদ্রাসার ভবিষ্যত পরিকল্পনায় রয়েছে উচ্চতর ক্লাস পর্যন্ত বালক শাখা চালুকরণ, ইসলামী আইন গবেষণা বিভাগ, বাংলা সাহিত্য বিভাগ, আরবী সাহিত্য বিভাগ, কম্পিউটার ও কারিগরী প্রশিক্ষন বিভাগ ইত্যাদি চালুকরণ।