তাফসীরে উসমানীর প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৭ ২০২২, ১৯:০৬

তাফসীরে উসমানীর পূর্ণাঙ্গ সংস্করণের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) রাজধানীর মুহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মিলনায়তনে থানভী লাইব্রেরি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সময়ের খ্যাতিমান বিজ্ঞ আলেম, লেখক ও প্রকাশকবৃন্দ।

জামিয়ার মুহতামিম ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাফসীরে উসমানী গ্রন্থের সম্পাদক মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল্লাহ, মসজিদে আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন, জামিয়া শরঈয়া মালিবাগের মুহাদ্দিস মাওলানা আহমদ মাইমুম, জামিয়া রাহমানিয়া আজিজিয়ার প্রধান মুফতি ও প্রখ্যাত লেখক মুফতি হিফজুর রহমান। জামিয়া রাহমানিয়া আজিজিয়ার শিক্ষাসচিব মুফতি আশরাফুজ্জামান। অনুষ্ঠানে গ্রন্থের অনুবাদক অধ্যাপক মাওলানা গিয়াসউদ্দিন আহমদ এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা মাহফুজুল হক।

বক্তব্য রাখছেন মাওলানা মাহফুজুল হক

আরও বক্তব্য রাখেন থানভী লাইব্রেরির সত্ত্বাধিকারী মাওলানা এনামুল হক, মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী মাওলানা উবায়দুল্লাহ আযহারী, দৈনিক দেশ রূপান্তরের সহসম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, মিডিয়া ব্যক্তিত্ব গাজী সানাউল্লাহ রাহমানী, দৈনিক নয়া শতাব্দীর সহসম্পাদক আলী হাসান তৈয়ব, দৈনিক সময়ের আলোর সহসম্পাদক আমিন ইকবাল, লেখক শামসুল আরেফিন শক্তি, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মুফতি সাঈদ আহমদ প্রমুখ।

উর্দু ভাষায় এই তাফসীর গ্রন্থের রচয়িতা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান ও শাব্বীর আহমদ উসমানী। বাংলায় অনুবাদ করেছেন অধ্যাপক মাওলানা গিয়াসুদ্দীন আহমদ। গ্রন্থটি প্রকাশ করেছে থানভী লাইব্রেরি। চার ভলিউমে ৩০৬৪ পৃষ্ঠার এই তাফসীর গ্রন্থের বিক্রয় মূল্য ২৪০০ টাক। তবে প্রকাশনা উৎসব উপলক্ষে আগামী সাত দিনের জন্য বিশেষ ছাড়ে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে।