ঢাকা এখন সবুজে ঘেরা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৪ ২০২০, ২১:৪৩

ছাব্বির হোসেন, ঢাকা-১২০৩: লকডাউনের ফলে রাস্তা, বিভিন্ন পার্ক, খোলা যায়গায় জন্মিয়েছে নতুন গাছ। এ যেনো এক নতুন ঢাকা। প্রায় সব জায়গাতেই রয়েছে সবুজে ঘেরা গাছ-পালা।

তাছাড়া লকডাউনে বেড়েছে ছাদ কৃষি। অনেকেই মুক্ত সময় ছাদে কাটিয়ে ছাদে লাগিয়েছেন নিত্য নতুন চারা।

প্রায় বেশির ভাগ ছাদ গুলোতেই রয়েছে ছাদ কৃষি। বাড়িওলারা ছুটির এ মুক্ত সময় কাজে লাগিয়ে লাগিয়েছে অনেক চারা এবং সু্যোগ পেয়েছে তাদের ছাদ কৃষির পরিচর্যা করার।

যার ফলে ঢাকা যেনো এক সবুজে ঘেরা ঢাকা হয়ে রয়েছে। রাস্তার পাশের গাছের ডাল-পালা যেনো ফুলে ভরে গেছে।

বিভিন্ন ছাদের গাছে হয়েছে ফুল ও ফল।

এরই মধ্য দিয়ে ঢাকা যেনো তার নতুন প্রাণ ফিরে পাচ্ছে। সবাই একটু সচেতন হলেই ফিরে আসে ঢাকার সেই আগের রূপ।

সবাইকে এক স্লোগানে আবদ্ধ করতে হবে। গাছ লাগান পরিবেশ বাঁচান। এই অঙ্গিকারে সবাইকে নতুন গাছ লাগানোর আহ্বান জানাতে হবে।