টাওয়ার হ্যামলেট বারায় কেয়ারারদের দুঃখ দেখার কেই নেই

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৪ ২০১৯, ২২:৩১

 

আব্দুল হামিদ নাছার লন্ডন:

শারীরিক ভাবে অসমর্থ্য, অসুস্থ্য কিংবা মানসিক ভাবে সমস্যাক্রান্ত পরিবারের এমন কোন সদস্য কিংবা বন্ধু, স্বজন, নিকটজনদের যারা দেখাশুনা করতে করতে বড় হতে থাকেন, তারাই হচ্ছেন কেয়ারার , অন্যের সেবায় নিজেকে উতসর্গকারী এমন কেয়ারাররা টাওয়ার হ্যামলেট বারায় বিভিন্ন কেয়ার এজেন্সির মাধ্যমে এই মানব সেবা মুলুক কাজ করে আসছেন। জানাযায় টাওয়ার হ্যামলেট-সোসিয়্ল-ডিপার্টমেন্ট সার্ভিসে নিয়োজিত কমিউনিটি নার্স, ওকুপেশনাল থেরাপিষ্ট, ফিজিও থেরাপিষ্ট ,স্পিচ থেরাপিষ্ট,এজেন্সির ম্যানেজার,সুপার ভাইজর এবং কেয়ারারগণ কেয়ারিন্গ করে আসলেও সোসিয়্ল সার্ভিস শুধু কেয়ারারদের উপর তাদের কর্ম ক্ষেত্রে ইলেকট্রনিক ডিভাইসে লগইন এবং লগ আউট নীতি আরোপ করায় তারা নানাবিধ সমস্যা সম্মুখীন এমন কি সার্ভিস ইউজার কতৃক প্রতিকূল পরিবেশ ও বিড়ম্ভনার স্বীকার হন অনতিবিলম্বে তাঁরা এমন অবিচার নীতির কবল থেকে মুক্তিু চেয়ে তার প্রতিবাদ করে তাহা চিরতরে প্রত্যাহার করার জন্য স্থানীয় কাউন্সিল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবী জানান।

টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন এর উদ্যোগে টাওয়ার হ্যামলেট বারায় কর্মরত বিভিন্ন কেয়ার এজেন্সির কেয়ারারদের নিয়ে এই প্রতিবাদ সভা গত ১০ই এপ্রিল রোজ বুধবার সন্ধ্যা সাত টায় পূর্ব লন্ডনের হোয়াইটচাপেলস্ত ব্রাডিআর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়।এসোসিয়েশনের সভাপতি জনাব জগলুল খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম হেলাল এবং যুগ্মা সম্পাদক তানভীর সিদ্দিকি’র যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল তাহমিদ, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কাউন্সিলর মোঃ হারুন মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি শাহান আহমদ চৌধুরী, কমিউনিটি নেতা জুনাইদ আহমদ সুন্দর, আখলাকুর রাহমান লুকু,পারভেজ আহমদ,আবুল হোসেন,মোঃ আব্দুস শুকুর, সরফরাজ খাঁন,হাবিব মিয়া,  জাহিদ মিয়া,লিটন মিয়া, দেলোয়ার হোসেন,কামরুল হাসান,বাবলুল মিয়া,সাদ মিয়া,রুহেনা বেগম,মাসুদা বেগম,খ্রিস্টান উইলিয়াম, অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন, আলতাফুর রহমান মাসুক,মোঃ ফিরোজ আহমেদ,সফর আহমদ, সৈয়দ আবদুল মুসতাফা,সাহিদুল ইসলাম পিপলু,সৈয়দ জাহিদ হাসান,তারেক আহমদ জাকির হোসেন,বদরুল ইসলাম, কামাল হোসেন, ফয়েজ আহমদ,নুর মিয়া, আনোয়ারা বেগম,নাদিরা বেগম,সালেমা খাতুন,হামিদা বেগম ,ওয়াহিদা বেগম , নিপা বেগম , মারজানা বেগম , ইয়াছমিন বেগম ,আয়েশা বেগম ,কিসমত আরা, নুরুল আলম, মিস মুনা,আলী আহসান ভূইয়া,দেলওয়ার হোসাইন , মিডিয়া ব্যাক্তিত্ব অনলাইন নিউজপোরটাল সুরমা নিউজের পৃষ্ঠপোষক, আবদুল হামিদ নাছার ,
সাবিনা বেগম , কাজী ফয়ছল,হুমায়ূন আহমেদ,মো:মুখলেছ খাঁন,এনামুল হক, প্রমুখ৷

 

উল্লেখ্য টাওয়ার হ্যালমেট বারায় কেয়ার এজেন্সি গুলোর কেয়ারারদের নানাবিধ সমস্যা নিয়ে গত ৩০শে জানুয়ারি বুধবার দুপুর দুইটায় টাউন হলে নির্বাহী মেয়র জনবিগ্স এর সাথে জরুরী মতবিনিময় সভা করে সার্ভিস ইউজারের লগ ইন এবং লগ আউট সমস্যা ও ভিজিটিং সময় সোসিয়্ল ডিপার্টমেন্ট কতৃক আরোপিত ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট এবং জীবন ও মান উন্নয়নে মজুরি বৃদ্ধির সুপারিশ করেছিলেন এবং জিরো আওয়ার থেকে ১২ঘন্টা বর্ধিত থাকলেও কেয়ারারদের দাবী তাহা ২৪ ঘন্টা করার এবং বিশেষ করে কেয়ারারদের সামাজিক ভাবে বিচ্ছিন্ন অবস্থার অবসান এবং সার্ভিস আরো বেগবান করার লক্ষ্যে একটি অফিস ঘরের জোরালো দাবি জানিয়েছিলেন উপস্থিত কেয়ারার নেত্রীবৃন্দ। তার ই সৃত্রে অদ্য সভায় এ বিষয়ের প্রেক্ষিতে টাওয়ার হ্যামলেট বারার সকল কেয়ার এজেন্সির কেয়ারারদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি টাওয়ার হামলেট এর নির্বাহী মেয়র জনাব জনবিগ্স বরাবরে দাখিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্মারকলিপি দাখিল করার জন্য এক পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।