জয় দিয়ে সিরিজ শুরু টাইগারদের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২০ ২০২১, ১৮:১০

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বল-ব্যাট হাতে আলো ছড়ালেন সাকিব আল হাসান। দেশের মাটিতে ১৫০ উইকেট নেয়ার কীর্তিও গড়েন এ বাঁহাতি। এদিকে অভিষেকে নিজেকে মেলে ধরলেন পেসার হাসান মাহমুদ। আর অধিনায়ক তামিম ইকবালও নিজের নতুন পথচলার দিনে দারুণ খেললেন। সব মিলিয়ে সাকিবের ফেরার ম্যাচ ৬ উইকেটে জিতে রাঙাল টিম টাইগার্স।

বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বল করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ৩২.২ ওভারে মাত্র ১২২ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। সাকিব ৮ রানে নেন ৪ উইকেট। এদিকে হাসান মাহমুদ নেন ২৮ রানে ৪ উইকেট। আর মোস্তাফিজ পকেটে পুরেন ২ উইকেট। জবাব দিতে নেমে বাংলাদেশ জয় নিশ্চিত করে ৯৭ বল আর ৬ উইকেট হাতে রেখে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন তামিম। সাকিব করেন ১৯ রান। এদিকে ১৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। মাহমুদউল্লাহ ৯ রানে অন্য প্রান্তে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার আকিল হোসেন। এ স্পিনার নেন ২৬ রানে ৩ উইকেট। এদিকে অধিনায়ক জেসন মোহাম্মদ নেন ১৯ রানে ১ উইকেট।

এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ শক্রবার মিরপুরে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের জয়ে ১০ পয়েন্ট নিয়ে ওডিআই সুপার লিগে বাংলাদেশের শুরু। এ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।