জামেয়া রেঙ্গার আসন্ন দস্তারবন্দী মহাসম্মেলন সফলে জরুরি সভা সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৬ ২০১৯, ২৩:২১

একুশে জার্নাল ডেস্ক: সিলেটের প্রাচীনতম ও শীর্ষস্থানীয় ইসলামি বিদ্যাপীঠ, খলিফায়ে মাদানি আল্লামা বদরুল আলম শায়খে রেঙ্গা রাহ.’র স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র আসন্ন শতবছর পূর্তি ও দস্তারবন্দী মহাসম্মেলন সফলের লক্ষে সম্মেলন বাস্তবায়ন কমিটির এক জরুরি সভা বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জামেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জামেয়ার মুহতামিম ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মুহিউল ইসলাম বুরহানের সভাপতিত্বে ও ইন্তেজামিয়া কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামি ডিসেম্বর মাসের ২৫, ২৬ ও ২৭ তারিখে অনুষ্ঠিতব্য ৩দিন ব্যাপী মহাসম্মেলন সফলের লক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া সম্মেলন বাস্তবায়নে ৯ সদস্য নিয়ে বিশেষ এক উপকমিটি গঠন করা হয় এবং আগামি ৯ অক্টোবর জামেয়ার সকল ফাজিলদের নিয়ে ফুজালা সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জামেয়ার শিক্ষকবৃন্দ, তাওয়াক্কুলিয়া ফুজালা ও আবনা পরিষদ, সম্মেলন বাস্তবায়ন কমিটিসহ বিভিন্ন উপকমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।