জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথের আসহাবে বদর কমিটি গঠন সম্পন্ন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৪ ২০২২, ১১:৪০

জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ এর মজলিসে শুরার মিটিংয়ে মাদরাসার উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে বদরের মহিমান্বিত সাহাবীদের স্মরণে ও বরকত লাভের আশায় তাদের( সংখ্যা অনুযায়ী ৩১৩ জন দানশীল ব্যাক্তির সমন্বয়ে গঠিত “আসহাবে বদর ফান্ড ” এর সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ২৩সেপ্টেম্বর (শুক্রবার) বাদ মাগরিব জামেয়া মিলনায়তনে মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে জামেয়ার মুহতামিম মাওলানা নুরুল হক সাহেবেএর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অত্র জামেয়ার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল হাই,শিক্ষা সচিব মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া , আর বক্তব্য রাখেন জনাব ফজর আলী মেম্বার সহ জামেয়ার সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ। সভায় বক্তারা আসহাবে বদর ফান্ড এর সদস্য বৃদ্ধি ও সঠিকভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং সংগঠনের কাজকে বেগবান করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এসময় আসহাবে বদর ফান্ডের পরিচালনা কমিটি গঠন করা হয় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে মাওলানা কাজী আব্দুল ওয়াদুদকে সভাপতি ও মোঃ মতিউর রহমান রাসেলকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান সমন্বয়ক ও তত্ত্বাবধায়ক জামিয়া,র মোহতামিম মাওলানা নুরুল হক।

সভাপতি কাজী আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি আব্দুস সুবহান মেম্বার, সহ-সভাপতি ফজর আলী মেম্বার, সহ-সভাপতি মুশতাক আহমদ ,সহ-সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান রাসেল ,যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ রাসেল, কোষাধক্ষ্য মাওলানা নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, সহ-সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আলী, যুব বিষয়ক সম্পাদক জামাল আহমদ, সহ- যুব বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, আন্তর্জাতিক জাতিক বিষয়ক সম্পাদক রাজন আহমদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লোকমান আহমদ,প্রচার সম্পাদক মাওলানা আব্দুশ সাকুর, সহ -প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস,সহ- প্রচার সম্পাদক নজির আহমদ। সদস্য ডা, সামছুল ইসলাম,ডা, আজাদ,আব্দুশ শহীদ, সিরাজুল ইসলাম।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন জামেয়ার মুহতামিম মাওলানা নুরুল হক সাহেব।