জাতীয় কবি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৪ ২০২০, ১২:০২

মুফতি খন্দকার মুজাম্মিল হক


আমাদের প্রিয় কবি নজরুল

গেয়েছে সাম্যের গান

মুক্তির মিছিলে তিনি অকুতোভয়

স্বজাতির ছিল টান।

দ্রোহের আগুনে পুড়েছে অন্যায়

বিদ্রোহী কবিতার ছন্দে

 আপনাকে করে গেছেন নিঃশেষ

সত্য মিথ্যার ধন্ধে।

অগ্নিবীণার সুর তুলে জাগিয়েছে

প্রাণে প্রাণে ক্ষোভ

স্বাধীন দেশের স্বপ্ন এঁকে

ছেড়েছে পদকের লোভ।

প্রেম প্রীতি আর উদার মনে

সাজিয়ে দিয়েছে মাটি

বৃটিশ বেনিয়াদের রুখে দিতে

দিকে দিকে গড়েছে ঘাঁটি।

সাহিত্যের পাড়ায় ছড়িয়েছে বিক্ষোভ

অত্যাচার অবিচার বন্ধে

আজাদির মিছিলে এগিয়ে চলেছে

হুলিয়া বহে স্কন্ধে।

সৃষ্টির সুখের উল্লাসে উচ্ছ্বাসে

ললাটে লিখেছে বীর

তাইতো গর্বিত কবি লিখে

উন্নত মম শির।

ঘুমিয়ে আছে জাতির কবি

ঢাবির মসজিদের পাশে

মুয়াজ্জিনের আযান শুনে রোজ

আলমে বরজখে হাসে।

সাম্য শান্তি প্রেম বিদ্রোহের

পথ নির্দেশক কবি

বাংলাদেশ তোমার নাম মুছবে না অমর থাকবে ছবি।