জমাট কথন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২০ ২০১৯, ১৩:১৭

জমাট কথন
শান্তনু শর্মা

মনে পড়ে যায় কত পথ
চলনে গমনে থাকা
তোমার আমার একটি রথ
হাসিকান্না সুখদুখে
দু’চাকার সেই রথ,
লাগাম হাতে বিধাতার সহমত।

আর ছিলো শর্তহীন এক সোজা পথ।

কত ঝড় কত বৃষ্টি
তবুও দমেনি সীমাহীন স্বপ্নসৃষ্টি।

একদিন হঠাৎ…চলমান পথে অজানা নুড়িকাঁকর !
বেসামাল চাকায় দুলে ওঠে গতিময় রথ…
ছিটকে গেলো এক মন দুটি জীবন,
পথের দুই ধার রক্তময়।
রক্ত ধারায় ভেসে গেলো জমানো সব সুখ-কথা,
আজ যা কিছু দেখি সবই যে স্মৃতিব্যথা।

আজও চলে রথ আছে পথ
নেই শুধু তুমি আর আমি
দুটি পথ ফাঁকা রথ ।
তবুও আবছা রক্তছাপে ইতিহাস
আজও বিলায়
নিঃশর্ত মাখা তোমার আমার জমাট কথন।

 

শান্তনু শর্মা।
আগরতলা , ভারত
২০শে জুলাই ২০১৯