জগলুল হায়দারের সমকালীন ছড়া ‘হাহাপগে’

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৩ ২০২০, ১৫:২৭

 

হাসতে হাসতে পড়ে গেলাম ধর না দাদা ধর তো
ছাড়বি না ভাই যতোই হাসি এটাই দিলাম শর্ত।
হুদা সাবের বেহুদা বাত শুইনা লাগে টাসকি
এরচে আজিব জোক শুনতে মাগনা তোরা পাস কি?

মাগনা জোকে তাই তো নাকে আসছে খালি হাচ্চি
ইয়াংকি** কয় এরম গুরু? আল্লারঅস্তে বাচ্চি!
ছুঁমন্তরের ভোট করে সে কুমন্তরে গুনছে
এমন ভোটের কথা কি আর আমেরিকা শুনছে?

ঢাকা এবং সিরাজগঞ্জের ভোটেও তো সেই চিত্র
ভোট এবং গণনা ভাই পরস্পরের মিত্র।
ভোট নাই তয় গিনতি কিসের হুদা সাহেব কন তো
৪ কি দাদা ১ মিনিটেই পারলে হিসাব লন তো।

১ মিনিটেই ১ লাখে পাস, বিরোধীদের ফাক্কা
এইভাবে কি মার্কিনীদের ঘুরবে ভোটের চাক্কা!
ঘুরবে তবে ভোট না ভায়া ঘুরবে মাথা-মুণ্ডু
বাঁইচা থাকলে সেই ছবিটা আঁকতো নিতুন কুন্ডু!

এবরাডেবরা জাদুর বলে যে ভোট হইল রাত্রে
তার গণনা শিখবে এবার আমেরিকান ছাত্রে?
হায় রে কুঁজার শখ দেখে তো বলিহারি যাচ্ছি
তার যে আকল গজায়নি তা নগদে টের পাচ্ছি।


*Rofl তথা rolling on the floor laughing এর বাংলারূপ- হাহাপগে তথা হাসতে হাসতে পইড়া গেলাম।
**আমেরিকার লোক বা অধিবাসী।