জগলুল হায়দার এর কবিতা “বাঁচাও ক্রিকেট”

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০১ ২০২১, ১২:৩০

বাঁচাও ক্রিকেট

জগলুল হায়দার

কাজ ফেলে সব দিনমান থাকি আটকে টিভি সেটে
দারুণ ফলাই দেশপ্রেম ভাই পানসে ক্রিকেট চেটে।
উহাদের পিছে হাজার কোটি নাই করে দেই সোজা
বলো না কিছু, ওরা তো টানে দেশের মানের বোঝা।

টানতে টানতে দেশকে নামায় স্কটিশদেরও নিচে
মাস্তিতে করে শপিং আবার ঘুরে গালফের বিচে।
চদু জনতার দেশপ্রেমে ফের আয়না দ্যাখায় তারা
জিতা ম্যাচ হেরে জনতার যায় পশ্চাতদেশ মারা।

ছিঁচকাঁদুনে বিলাইকে সব ভালোবেসে কয় বাঘা
সেই জনতার উপ্রেই তারা হায় কি ভীষণ রাগা!
পেইন কিলারের এসব রোগী মূর্ছাই যায় মাঠে
জনতা তবু তাদের সাজাতে হাড়ভাঙা শ্রম খাটে।

তাদের বাজেটে প্রবাসী খোকার চোখ ভিজে যায় জলে
গার্মেন্টস খুকি কপাল ভাসায় তপ্ত ঘামের ঢলে।
তাহাদের তবু যাবে না বলা, চাবে না জবাব মোটে
ব্যাটের চাইতে বোল ফোটে বেশি উল্টা তাদের ঠোঁটে।

সব খেলা যায় সবকিছু যাক ক্রিকেট যেন বাঁচে
‘ক্রিকেট ক’রে’ খেয়েদেয়ে বেশ হেরেও তারা নাচে।
আর জনতা দেশপ্রেম বোঝে, বোঝে না নিজের ভালো 
ট্যাক্স ভ্যাট সব আমরাই দিমু ঢালো ক্রিকেটে ঢালো।

ঢালতে ঢালতে তাদের বাড়ে আগাপাশতলা মেদে
আজিব আয়েশে ম্যাচ হেরে সব মানুষ পোড়ায় খেদে।
বন্যা করোনা দ্রব্যমুল্যে মানুষ হাঁপায় ফাঁসে
ক্রিকেটের নেশা ভোলায় এসব করুণ পরিহাসে।

রাজনীতি তো কবেই গেছে ভোটের বাক্স ছেড়ে
কিন্তু ক্রিকেট বাঁচাতে হবে বাদ বাকি সব মেরে!