জগলুল হায়দারের কাব্যছড়া ‘মনের ইশকুল’

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৭ ২০২০, ০৮:১২

মনের ইশকুল

জগলুল হায়দার

দাও পরিয়ে আমায় ও মন সারস পাখির ডানা
হারিয়ে যেতে আমার এখন নেই কোন মানা।
ক্লাস ছুটি আজ ছুটবো আমি তেপান্তরের মাঠে
হোমওয়ার্ক আজ ঘরেই থাকুক মন দেবো না পাঠে।

আকাশ ছুঁয়ে শুনবো আমি তারার যতো বাণী
মুছে দেবো মেঘের চোখে আছে যতো পানি।
বসবে মেলা পাখির খেলা চলবে সারাবেলা
বলবে না কেউ পড়তে এখন হাত ধুয়ে সব ফেলা।

হাত ধুবো না মুখ ধুবো না মাখবো শুধু ধুলা
এলোমেলো উড়বো হয়ে চৈতি শিমুল তুলা।
এসব কিছু বলবি না মন বাবা-মাকে মোটে
প্রমিজ দে তুই আনবি না তো এই কথা আজ ঠোঁটে।

প্রমিজ দিলে মন ইশকুলে তোর ডানাতে ভেসে
অংক খাতা ছেড়েছুড়ে ছুটবো দারুণ হেসে।
ছুটবো এবং লুটবো খুশি টিউশনিতে ফাঁকি
শুনবো না ম্যাম আজকে যতোই করুক ডাকাডাকি।