ছড়াকার জগলুল হায়দার-এর “মাস্কে থাকেন”

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৪ ২০২০, ১৩:১৩

মাস্কে থাকেন

জগলুল হায়দার


বাইরে গেলে মাস্কে থাকেন

এখন থাকেন আজকে থাকেন

বাইরে গেলেই মাস্কে থাকেন।

বাইরে গেলে মাস্কে থাকেন

বালাই থেকে বাঁচকে থাকেন

বাইরে গেলেই মাস্কে থাকেন।

বাইরে গেলে মাস্কে থাকেন

ঘুরুন্তি বা কাজকে থাকেন

এই কটাদিন মাস্কে থাকেন।

*বাংলাদেশে মাস্ক নিয়া পুলিশে-পাবলিকে প্রায় ধুন্ধুমার কাণ্ড চলতেছে। কোভিড-১৯ টিকা আসার আগ পর্যন্ত মাস্কই যথাসম্ভব সুরক্ষা দিবো ইনশাআল্লাহ। সুতরাং পুলিশের ঠ্যালা গুতায় নয় বরং নিজের গরজেই মাস্ক পরতে হইব। এর মাধ্যমেই নিজে এবং নিজের আশপাশকে সালামতে রাখতে হইব। আমেরিকাসহ সব দেশের মানুষ তাই মাস্ক পরাকে নয়া স্বাভাবিক বা নিউনর্মাল হিসাবে মাইনা নিছে। মানতে হইব বাংলাদেশিদেরও।