ছড়াসম্রাট জগলুল হায়দারের ক্লাইমেট কাহন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৪ ২০২১, ১৩:৪৯

ক্লাইমেট কাহন

জগলুল হায়দার

পায়ের তলায় আকাশ দেখে
বৃক্ষ ডাকে সঙ্গে নাও
পাতঝরা এই মৌসুম থেকে
আমায় ফাগুন রঙ্গে নাও।

বৃক্ষ আমায় বললো মানুষ
গ্রিনহাউজে যতি দাও
কার্বন থুইয়া জলবায়ুতে
একটু শুভমতি দাও।

আমি বলি এসো তবে
প্রার্থনাতে মগ্ন হও
রোদের রেখায় বোধের মিছিল
তার আরো সংলগ্ন হও।

বৃক্ষ দিলো কপাল পেতে
নাও আঙুলের টিপটি নাও
কার্বনে খায় বিশুদ্ধ শ্বাস
অক্সিজেনের ছিপটি নাও।