চিংড়িতে জেলি মেশানোর দায়ে গ্রেফতার ১

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৩ ২০২০, ২১:১৪

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে একজনকে গ্রেফতার সহ ২০হাজার টাকা জরিমানা করে ৪০কেজি চিংড়ি মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ফেইবুক পেইজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

২৩ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার কালাবিবি দিঘির মোড়ে এই অভিযান চালানো হয়।

এইসময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার তানভীর হোসেন,আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃরাশেদুল হক।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ ফেসবুক পেইজের পোস্টে উল্লেখ করেন ক্ষতিকর জেলি পুশ করে চিংড়ি মাছের ওজন বৃদ্ধি করে গ্রাহকের সাথে প্রতারণা করায় বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০হাজার টাকা অর্থদন্ড করে ৪০কেজি চিংড়ি মাছ জব্দ সহ একজনকে আটক করেছেন।