চার ঘন্টা জ্যামে আটকে পড়া যাত্রীদের পানি পান করালো মাদরাসা ছাত্ররা

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৮ ২০১৮, ০০:৫৮

গাজীপুর মাওনা থেকে টঙ্গী দীর্ঘপথ জ্যাম ৷ গাড়ীতে প্রায় ৪ ঘন্টা একই জায়গায় আটকে আছে মানুষ। স্বাভাবিকভাবেই সবাই তখন বিরক্ত, ক্লান্ত, পিপাসার্ত,রাগন্বিত। তখনই রাস্তার পাশের একটা কওমী মাদরাসা (জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, গাজীপুর) থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী বালতি, জগ ও মগ এবং বোতল হাতে মাদরাসার নলকূপের ঠান্ডা পানি নিয়ে এগিয়ে আসলো আটকে পরা যাত্রীদের তৃষ্ণা মেটাতে।

প্রায় ৪ কিলোমিটার পায়ে হেটে গাড়িগুলোর কাছে গিয়ে পিপাসার্ত যাত্রীদের পানি পান করিয়েছেন এই ছাত্ররা।
বিরক্ত,তৃষ্ণার্ত মানুষগুলো প্রচণ্ড এই গরমে মাদরাসা ছাত্রদের এগিয়ে দেওয়া টান্ডা পানি পান করে শীতল করেছেন তাদের বুক। মাদরাসা ছাত্রদের চমৎকার এই সেবায় যাত্রীরা মহাখুশী হয়ে তাদেরকে দোয়া দিয়েছেন। জানিয়েছেন কৃতজ্ঞতা।

উদার মানসিকতা আর নিঃস্বার্থ ভালবাসার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো কওমী মাদরাসার ছাত্ররা।