চাওয়া

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৫ ২০১৯, ২২:৩৪

চাওয়া

সাইদুর রহমান শুভ

আমি শান্তির নীড় খুঁজি,

হয়তো লোকালয় হতে অনেক দূরে,

আমি বারবার ছুটে গেছি নিভৃত কোনো পল্লী গাঁয়ে।

শুধুমাত্র ধানের খড়ের গন্ধ পাবার আশায়।

আমি যুদ্ধ মুক্ত পৃথিবী দেখতে চেয়েছি,
কেননা বারুদের গন্ধ আমার ভেতরের মানুষকে পিষে মেরে ফেলতে চায়।

আমি আমার মায়ের ঘামে ভেজা আচলের সুবাস নিতে চাই,

সমস্ত মানুষকে এক কাতারে দাড় করিয়ে বলতে চাই,
আমরা সবাই মানুষ,আমাদের সবার রক্ত লাল।