চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ শুরু

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২০ ২০২০, ১৭:৪৯

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল অফিসে সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। রবিবার শুরু হয়ে বিশেষ সেবা সপ্তাহের শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. আনোয়ারুল কিবরিয়া,

মোটরযান পরিদর্শক মেহেদি হাসান। সহকারী পরিচালক মো. আনোয়ারুল কিবরিয়া জানান, বিশেষ সেবা সপ্তাহে বিআরটিএ’র সার্ভিস পোর্টালের মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিষ্ট্রেশন প্রদান করা হচ্ছে।

এছাড়াও সেবা সপ্তাহে নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারন ও প্রতিকার সম্পর্কে ধারনা, মটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, গাড়িচালকদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে ধারনা দেয়া হবে বলে জানান সহকারী পরিচালক।